ভাটারায় ৭ ঘণ্টা ধরে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গুগল ম্যাপ থেকে নেওয়া

ঢাকার ভাটারার নতুন বাজার এলাকায় প্রায় সাড়ে ৭ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) একদল শিক্ষার্থী। আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে তাঁরা সড়ক অবরোধ করেন। বিকেল চারটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডামুখী সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

সড়ক অবরোধ থেকে শিক্ষার্থীদের সরে আসার অনুরোধ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে আন্দোলন চলবে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বেলা ১১টার পর শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করা হয়। তাঁরা সরে না যাওয়ায় পুলিশের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়।

আরও পড়ুন

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি, ইউআইইউয়ের সম্মান শেষ বর্ষের ২৬ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করছেন।’