আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় উচ্চমাধ্যমিকে ভর্তিচ্ছু এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম হোসনে আরা (১৭)। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম।

আরও পড়ুন

আত্মহত্যা: তারুণ্যের এই হতাশার দায় কার?

শিক্ষার্থী হোসনে আরার মৃত্যুর বিষয়ে পুলিশ কর্মকর্তা আবদুল কাইউম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাবা-মায়ের ওপর অভিমান করে শিক্ষার্থী হোসনে আরা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে জানতে আরও তদন্ত প্রয়োজন। তদন্ত শেষে সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হবে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কেন আত্মহত্যা করেন?

নিহত শিক্ষার্থী হোসনে আরার আত্মীয় বকুল মিয়া প্রথম আলোকে বলেন, চলতি বছর সে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। কলেজে ভর্তি হওয়া নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান থেকে আজ সে আত্মহত্যা করতে পারে।