ভোট দিতে যেতে পারেননি, অন্যদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন তিনি
রাজধানী ঢাকায় রিকশা চালান আবুদল করিম। বয়স ৩৫ পেরিয়েছে। বাড়ি জামালপুরে। সেখানকার ভোটার তিনি। এবার ভোট দিতে গ্রামের বাড়ি যেতে পারেননি আবদুল করিম। তবে রিকশা চালিয়ে রাজধানীর ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন তিনি।
আজ রোববার সকাল ১০টার কিছু পরে পুরান ঢাকার সুভাষ বোস সড়কে কথা হয় আবদুল করিমের সঙ্গে। সড়কের পাশে রিকশা থামিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। দাঁড়িয়ে কিছুক্ষণ কথা হলো তাঁর সঙ্গে।
আবদুল করিম প্রথম আলোকে বললেন, রিকশা নিয়ে সকাল সাড়ে ছয়টায় বেরিয়েছেন। ১০টা পর্যন্ত কয়েকজন যাত্রীও পেয়েছেন। ৩০০ টাকা আয় হয়েছে।
কোথাকার ভোটার আপনি—জানতে চাইলে আবদুল করিম বলেন, ‘জামালপুরে, গ্রামের বাড়িতেই ভোট।’ পরে আবার প্রশ্ন করি, ভোট দিতে গেলেন না কেন? এমন প্রশ্ন শুনে, কিছুক্ষণ নিশ্চুপ থেকে এড়িয়ে গেলেন আবদুল করিম।
আরও পড়ুনঃ
কালকিনিতে ব্যালট পেপারে নৌকায় সিল, কেন্দ্রে ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ
নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন
ততক্ষণে পাশে বেশ কয়েকজন পথচারী এসে দাঁড়িয়েছেন। আবদুল করিম প্রশ্নের উত্তর না দিলেও পাশ থেকে একজন পথচারী বললেন, তিনি ভোট দিতে যেতে না পারলেও অন্যদের ভোটকেন্দ্রে তো ঠিকই পৌঁছে দিচ্ছেন।