জেব্রা ক্রসিং সম্পর্কে জানেন না রাজধানীর অনেক মানুষ

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে ডিএমপি ও জাইকার কর্মকর্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) নিয়ে কথা বলেন। ঢাকা, ৩ জুনছবি: ডিএমপির সৌজন্যে

ঢাকা মহানগরে বসবাসকারী অনেক মানুষ জেব্রা ক্রসিং সম্পর্কে জানেন না। কেবল জেব্রা ক্রসিং নয়; ট্রাফিক আইন সম্পর্কে অনেকেই সচেতন নন। তবে সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা মহানগরের স্কুলগামী শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও জাপানের সহযোগিতা সংস্থা জাইকা।

রাজধানীর মিন্টো রোডে আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে ডিএমপি ও জাইকার কর্মকর্তারা এসব তথ্য জানান।

পথচারী পারাপারের জন্য ব্যস্ত রাস্তায় সাদা-কালো ডোরা চিহ্নিত নির্দিষ্ট অংশ জেব্রা ক্রসিং নামে পরিচিত। ডিএমপি ও জাইকা সমন্বিতভাবে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) নামে তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে।

ডিআরএসপির জনসংযোগ কর্মকর্তা সামনুম সুলতানা সাংবাদিকদের বলেন, ‘এই ঢাকায় বহু মানুষ জানেন না, জেব্রা ক্রসিং বিষয়টি কী। মানুষকে যদি ট্রাফিক আইন সম্পর্কে সচেতন না করে তোলা যায়, তাহলে কীভাবে আইন মানবেন? ডিএমপি এবং জাইকা নিরাপদ সড়ক নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে।’

ডিআরএসপির কর্মকর্তা সামনুম সুলতানা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে যৌথভাবে প্রচারণা চালানো হবে। ঢাকা মহানগরের কোথায় কোথায় সড়ক দুর্ঘটনা বেশি, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ডিআরএসপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ সড়কের জন্য ‘জার্নালিস্ট ক্লাব’ গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাইকার ডেপুটি প্রজেক্ট লিডার ইরিয়া, পরামর্শক সুজানা আকিকো হোসাইন, জনসংযোগ কর্মকর্তা সুজি মোরা ও ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।