ঢাকার নবাবপুর রোডের এই ভবন গড়ে তোলা হচ্ছিল অর্পিত সম্পত্তিতে। ঢাকা, ৩১ মে
ছবি: প্রথম আলো

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডের একটি অর্পিত সম্পত্তিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে এই সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের অর্পিত সম্পত্তি শাখা, কোতোয়ালি রাজস্ব সার্কেল ও রাজউকের উদ্যোগে সমন্বিত অভিযান চালানো হয়। এ সময় ব্যক্তিমালিকানাধীন জমিতে ভবন নির্মাণের আড়ালে অর্পিত সম্পত্তি দখলের চেষ্টা করায় ভবন নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে। এই সম্পত্তির দাম প্রায় ২০ কোটি টাকা। দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

অর্পিত সম্পত্তি ফিরে পেতে ঘুষেই গেছে ২ হাজার ২৭০ কোটি

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সায়েম ইমরান বলেন, ঢাকা মহানগরের কোতোয়ালি রাজস্ব সার্কেলাধীন ২৬৭ ও ২৭২ নম্বর নবাবপুর রোডে অর্পিত সম্পত্তি ও তৎসংলগ্ন ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ শুরু করে। এই জমি সরকারি স্বার্থসংশ্লিষ্ট অর্পিত ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি, যা জেলা প্রশাসনের বিনা অনুমতিতে লিজ না নিয়ে ভবন নির্মাণ কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন

‘দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কারণে’ সংখ্যালঘুরা অর্পিত সম্পত্তি ফেরত পাচ্ছে না