গোয়েন্দা তথ্য থাকলে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়া রোধ করা যেত: র‍্যাব কর্মকর্তা

মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির (বামে) ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব নামে দুই জঙ্গিকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়া হয়
ছবি: সংগৃহীত

আগাম গোয়েন্দা তথ্য থাকলে আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা রোধ করা যেত বলেছেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র‍্যাব কর্মকর্তা এসব কথা বলেন তিনি।

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আগাম গোয়েন্দা তথ্য ছিল কি না? আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায় এড়ানো যায় কি না? ছিনতাই হওয়া জঙ্গিরা কোথায়? এসব প্রশ্নের উত্তরে কমান্ডার মঈন বলেন, আদালত প্রাঙ্গণ থেকে ছিনতাই হওয়া দুই জঙ্গিকে আবার ধরতে  র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। যাঁরা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছেন, তাঁদের আগের অপরাধ কার্যক্রম, বিচরণ, সিসিটিভি বিশ্লেষণসহ সার্বিক দিক মূল্যায়ন করা হচ্ছে।

এ ধরনের ঘটনা রোধে সবারই সমন্বিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, ‘আমরা মনে করি, কারাগার নিরাপত্তায় নিয়োজিত বিভাগ, গোয়েন্দাসহ সবার পক্ষ থেকে যদি সমন্বিত উদ্যোগ নেওয়া হতো তাহলে এমন ঘটনা ঘটত না। তিনি বলেন, ২০১৪ সালে এমন একটি ঘটনা ঘটেছিল। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নিহত হয়েছিল। তারপর অনেক দিন পর এমন একটি ঘটনা ঘটল।’

আত্মতুষ্টিতে ভুগছেন না বলে মঈন বলেন, তাঁরা সব সময় নজরদারি করছেন।  আত্মতুষ্টিতে ভুগছেন না।

পালিয়ে যাওয়া দুই জঙ্গি কোথায় দেশে নাকি দেশের বাইরে? জানতে চাইলে র‌্যাব মুখপাত্র বলেন, এই মুহূর্তে এটা বলার অবকাশ নেই। তাঁরা খোঁজ করছেন।

আরও পড়ুন

২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে করে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যান জঙ্গিরা। তাঁরা হলেন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া আরও কয়েকটি হত্যা মামলারও আসামি তাঁরা।

আরও পড়ুন