এক ঘণ্টার ৮৭ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি

কারওয়ান বাজারে রাস্তায় পানি জমেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তোলাছবি: প্রথম আলো

রাজধানী ঢাকার আকাশ আজ শনিবার সকাল থেকেই ছিল মেঘলা। সকাল সাড়ে সাতটার পর শুরু হয় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘণ্টায়  ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে। কারওয়ান বাজারে জমে প্রায় হাঁটুসমান পানি। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলছেন, বৃষ্টির পর রাজধানীর মিরপুর-২ নম্বরের দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া, পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজারে হাঁটুসমান পানি জমেছে। এ ছাড়া  ধানমন্ডি-২৭,  মোহাম্মদপুর, হাতিরঝিলের মহানগর এলাকার সামনের কিছু অংশ,  মগবাজার, মধুবাগসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমেছে।   বৃষ্টিতে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে পানি জমলেও বৃষ্টি থামার পরপরই তা সরে যায়।

আরও পড়ুন

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আপাতত দিনে ঢাকায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

গত এপ্রিল মাসের প্রথম দিন থেকে পুরো মাস দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ ছিল। তবে মাসের দ্বিতীয় দিন থেকে বৃষ্টি শুরু হলে তাপপ্রবাহের এলাকা কমতে থাকে। তিন দিন হলো দেশের কোথাও আর তাপপ্রবাহ নেই।