সকালেই কালো মেঘে ছেয়েছে ঢাকার আকাশ, নেমেছে বৃষ্টি

সকালেই ঢাকার আকাশে কালো মেঘ। নেমেছে বৃষ্টি। ছবিটি আজ শনিবার সকাল সাড়ে সাতটায় তোলা। কারওয়ান বাজার, ঢাকাছবি: আবু তাহের সোহেল

ঢাকার আকাশ আজ শনিবার সকালেই মেঘাচ্ছন্ন। সকাল সাড়ে সাতটার দিকে বাইরে রাতের মতো অন্ধকার। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বেলে। নেমেছে বৃষ্টি।

এর মধ্যেই রাজধানীতে রাস্তায় যাঁরা বের হয়েছেন, তাঁরা তাড়াহুড়া করছেন গন্তব্যে পৌঁছানোর জন্য। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী উজ্জ্বল হোসেন সকাল আটটার দিকে বলেন, ঝড়বৃষ্টির মধ্যে মিরপুর থেকে কারওয়ান বাজারে কর্মস্থলে যাওয়ার পথে তাঁর ছাতা উড়ে গেছে। পরে ভিজে ভিজেই কর্মস্থলে গেছেন তিনি।

 আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশে বৃষ্টি আগের দিনের চেয়ে বাড়তে পারে। তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। আজ দেশের ছয় বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা বিভাগও রয়েছে।

ঢাকার উত্তরায় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় স্কুলে যাচ্ছে দুই শিশু। ছবিটি আজ শনিবার সকালে তোলা।
ছবি: খালেদ সরকার

গতকাল আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

রাজধানীতে আজ শনিবার সকালেই ঝুম বৃষ্টি নেমেছে। ছবিটি সকাল আটটার কিছু আগে তোলা, কারওয়ান বাজার, ঢাকা
ছবি: আবু তাহের সোহেল

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঝড়বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়া, আবার কমে গরম বেড়ে যাওয়া এখনকার সময়ের বৈশিষ্ট্য। এটা প্রাক্‌-মৌসুমি বায়ুর সময়। এ সময়টায় এমন হয়।
গত এপ্রিল মাসের প্রথম দিন থেকে পুরো মাস দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ ছিল। তবে মাসের দ্বিতীয় দিন থেকে বৃষ্টি শুরু হলে তাপপ্রবাহের এলাকা কমতে থাকে। তিন দিন হলো দেশের কোথাও আর তাপপ্রবাহ নেই।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এমন বৃষ্টি এবং মোটামুটি সহনীয় তাপমাত্রা আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে।