অবৈধ মেলা শেষ হওয়ার পর উচ্ছেদ অভিযান চালাল ঢাকা উত্তর সিটি

মিরপুরে প্যারিস রোডের মাঠে অবৈধভাবে মেলা চলছিল। আজ সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঢাকা, ১৫ এপ্রিলছবি: জাহিদুল করিম

পবিত্র রমজান মাসের প্রথম থেকেই রাজধানীর মিরপুরে প্যারিস রোড মাঠ বন্ধ করে শুরু হয় মেলার স্টল বানানোর প্রস্তুতি। বেচাবিক্রি শুরু হয় রমজান মাসের মাঝামাঝি থেকে। ঈদুল ফিতরের পরও চলছিল সেই মেলা। ঈদের পর ৫ এপ্রিল ওই মেলাসহ ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার অবৈধ মেলা নিয়ে ‘মাঠ, পার্ক ও রাস্তা দখল করে মেলা’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরও মেলা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ওই মাঠে অভিযান চালিয়ে মেলাটি উচ্ছেদ করেছে তারা।

মেলার আয়োজক ও ব্যবসায়ীরা বলছেন, মেলা চলার কথা ছিল গতকাল সোমবার পয়লা বৈশাখের দিন পর্যন্ত। আজ ধীরে ধীরে মালপত্র সরিয়ে নেওয়ার কথা ছিল ব্যবসায়ীদের। এরপর আয়োজকদের ভাড়া দেওয়া ডেকোরেটর প্রতিষ্ঠানই অস্থায়ীভাবে বানানো ওই সব স্টলের কাঠ, বাঁশ, টিন, ত্রিপল খুলে ফেলত।

মেলা আয়োজনের বিষয়ে জানতে চাইলে ৫ এপ্রিল পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, মেলা করতে ৩১ মার্চ পর্যন্ত ১৫ দিনের অনুমতি দেওয়া হয়েছিল। আয়োজকেরা নতুন করে আরও ১৫ দিনের (১৫ এপ্রিল পর্যন্ত) অনুমতি চেয়েছে।

প্রায় দেড় মাস মাঠ বন্ধ রেখে সবার চোখের সামনে অবৈধভাবে মেলা চালানো হলেও তা উচ্ছেদ করেনি সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তাই মেলার মেয়াদ শেষে উচ্ছেদ অভিযান চালানো নিয়ে প্রশংসা না করতে ঢাকা উত্তর সিটির উচ্ছেদ অভিযানের একটি লাইভ শেয়ার করেছেন মিরপুর-১১ নম্বর সেকশনের বাসিন্দা ইমরান খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইমরান খান লিখেছেন, ‘যাঁরা সিটি করপোরেশন এবং এর প্রশাসকের প্রশংসায় মাতোয়ারা তাঁদের বলছি, প্যারিস রোডের মেলাটি মেয়াদ শেষ হওয়ার পর ভাঙা হয়েছে।’

একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখেছেন জানিয়ে ওই বাসিন্দা আরও লেখেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এই মেলার অনুমতি দেয়নি। তাহলে মেলাটি সফলভাবে শেষ হলো কীভাবে?’

উচ্ছেদ অভিযান শুরু হলে দোকান থেকে পণ্য সরিয়ে নেন একজন ব্যবসায়ী। ঢাকা, ১৫ এপ্রিল
ছবি: জাহিদুল করিম

আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর-১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি। অভিযানে মাঠে অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।

অভিযানকালে ঢাকা উত্তর সিটির অঞ্চল-২–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, ‘আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে। ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন

মেলা প্রায় দেড় মাস চললেও এত দিন কেন অবৈধ মেলা বন্ধে অভিযান চালানো হয়নি জানতে চাইলে মুঠোফোনে জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অভিযান চালাতে সঠিক সময়ে প্রয়োজনীয় পুলিশ পাওয়া যায় না। গত বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানোর অনুমোদন হয়েছে। আজকে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।

অনুমতি ছাড়াই মেলা আয়োজন করা হলেও মেলা সফলভাবে শেষ হওয়ার পর উচ্ছেদ অভিযান চালানো নিয়ে প্যারিস রোডের বাসিন্দা সিয়াম হোসেন আলী প্রথম আলোকে বলেন, ‘প্রায় দেড় মাস মাঠ বন্ধ করে মেলা করা হয়েছে। মেলার মেয়াদ শেষে আজ সিটি করপোরেশন মেলাটি উচ্ছেদ করেছে।