পান্থকুঞ্জ পার্কে কাটা গাছের গুঁড়ি দিয়ে শহীদ মিনার গড়ে শ্রদ্ধা

পান্থকুঞ্জ পার্কের কাটা গাছের গুঁড়ি দিয়ে শহীদ মিনার তৈরি করে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। ঢাকা, ২১ ফেব্রুয়ারিছবি: গাছ রক্ষা আন্দোলনের সৌজন্যে

রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের কাটা গাছের গুঁড়ি দিয়ে শহীদ মিনার তৈরি করে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। পান্থকুঞ্জ পার্কে তৈরি করা সেই শহীদ মিনারে পার্কে এখনো টিকে থাকা বুনোফুল দিয়ে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

পাশাপাশি এলাকাবাসী এসেও এই শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।

পান্থকুঞ্জ পার্কের কাটা গাছের গুঁড়ি দিয়ে তৈরি শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুই শিশু। ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ছবি: গাছ রক্ষা আন্দোলনের সৌজন্যে

হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়কের নির্মাণকাজ বাতিলের দাবিতে আজ ৭০ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে গাছ রক্ষা আন্দোলন। এরই মধ্যে পান্থকুঞ্জ পার্কের ৪৫ প্রজাতির ২ হাজার গাছ কাটা হয়েছে বলেও জানান গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক নাঈম উল হাসান।

আরও পড়ুন

নাঈম উল হাসান প্রথম আলোকে বলেন, একুশে ফেব্রুয়ারিতে সাধারণত তাঁরা শহীদ মিনারে যান, শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু অবস্থান কর্মসূচি চলমান থাকায় তাঁরা কোথাও যেতে পারছেন না। ফলে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের মনে হয়, এই পার্কেই তাঁরা ছোটখাটো একটি শহীদ মিনার বানাতে পারেন। এই পার্কের যেসব গাছ কাটা হয়েছে, তার অনেকগুলোর গুঁড়ি রয়ে গেছে। এর মধ্যে কয়েকটি গুঁড়ি এনে শহীদ মিনার বানান। পার্কের বিভিন্ন জায়গায় রয়ে যাওয়া বুনো ফুল গাছের ফুল দিয়ে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।

পরে আশপাশের শিশুরা এখানে শহীদ মিনার দেখে তারাও বিভিন্ন ধরনের ফুল এনে শ্রদ্ধা নিবেদন করে বলে জানান নাঈম উল হাসান।

আরও পড়ুন