ঢাকা মেডিকেলে একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতকের চারটিই মারা গেছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক বিভাগ
ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর জন্ম দেওয়া পাঁচ নবজাতকের চারটিই মারা গেছে। বেঁচে থাকা এক নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন মানসুরা বেগম (২২)। জন্মের কিছু সময় পর এক নবজাতক মারা যায়। সেদিন রাতেই আরেক নবজাতকের মৃত্যু হয়। পরদিন শুক্রবার আরও দুই নবজাতক মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার সাবিহা সুলতানা প্রথম আলোকে বলেন, নবজাতকগুলো অপরিণত অবস্থায় জন্ম নেয়। এখন যে মেয়ে নবজাতকটি চিকিৎসাধীন, তার ওজন ৯০০ গ্রাম। তাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে।

নরসিংদীর শিবপুরের মামুন মিয়ার স্ত্রী মানসুরা বৃহস্পতিবার সকাল আটটার দিকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। সকাল ১০টার দিকে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন তিনি। একসঙ্গে এক ছেলে ও চার মেয়েসন্তান জন্ম দেন। মানসুরার স্বামী মামুন পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।