সংস্কার শেষে উন্মুক্ত হলো ফজলে রাব্বী পার্ক

পার্কের চারপাশে কাচের তৈরি শব্দরোধী সীমানাপ্রাচীরছবি: সংগৃহীত

সংস্কারকাজ শেষে সাড়ে তিন বছর পর জনসাধারণের জন্য উন্মুক্ত হলো শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক। রাজধানীর গুলশানে অবস্থিত পার্কটি সংস্কার করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২ কোটি ৭১ লাখ টাকা ব্যয় করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে পার্কটি উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এটি আধুনিক ও ব্যতিক্রমী পার্ক। শব্দদূষণ রোধে জার্মানি থেকে আনা কাচের তৈরি শব্দরোধী সীমানাপ্রাচীর আছে এই পার্কের চারদিকে। তাই বাইরের চেয়ে পার্কের ভেতরে শব্দ হবে ৫০ শতাংশ কম।

মেয়র আতিক বলেন, ২৪টি পার্ক ও মাঠ নির্মাণ অথবা সংস্কার করে জনসাধরণের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ ফজলে রাব্বী পার্কের উদ্বোধনের মাধ্যমে জনগণকে দেওয়া অঙ্গীকার রক্ষা করলেন। এর মধ্য দিয়ে ২৪টি পার্ক ও মাঠের কাজ সম্পন্ন হলো।

পার্ক উন্মুক্ত করে দেওয়ার পর অনেকেই বেড়াতে আসেন সেখানে
ছবি: সংগৃহীত

পার্কটির উন্নয়নকাজ শেষ হতে কেন এত সময় লাগল, এর ব্যাখ্যায় মেয়র বলেন, সংস্কারকাজ শুরুর পরই করোনা মহামারির প্রকোপ শুরু হয়। এ কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল। এ ছাড়া পার্কটি যেভাবে সংস্কার করা হয়েছে, তাতে সময় লাগত। এখন দেখলে সবাই তা বুঝবে। সংস্কারকাজের সময় পার্কের মানুষের সুবিধার বিষয়গুলো যেমন বিবেচনা করা হয়েছে, তেমনি পাখিদের কথাও বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ‘গত ১৫ বছরে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। আমরা অনেক সাহসী হয়েছি। আমরা এখন অনেক বড় স্বপ্ন দেখতে পারি এবং তা বাস্তবায়ন করতে পারি।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ডা. ফজলে রাব্বীর ছেলে ওমর রাব্বী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান, উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, গুলশান সোসাইটির সভাপতি এ টি এম শামসুল হুদা, নিকেতন সোসাইটির সভাপতি এম এ বাশার, ঢাকা উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।