শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য মেট্রোরেলে বিশেষ ট্রেন

মেট্রোরেল
ফাইল ছবি

শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য মেট্রোরেলে দুটি বিশেষ ট্রেন যুক্ত হচ্ছে। কাল বুধবার উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনে ট্রেন দুটির চলাচল শুরু হবে। মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও পেশাজীবীদের সুবিধার কথা ভেবে দুটি ট্রেন যুক্ত করা হয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ এবং ৭টা ২০ মিনিটে ট্রেন দুটি উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। বিশেষ এই ট্রেন দুটি বর্তমানে চালু ১২টি স্টেশনেই থামবে।

এই ট্রেনে চড়তে যাত্রীদের এমআরটি র‌্যাপিড পাস নিতে হবে।

আরও পড়ুন

গত শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হয়। পরদিন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত শুরু হয় মেট্রোরেল চলাচল। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা ট্রেন চলছিল। এখন চলবে ৭টা ১০ মিনিট থেকে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন