ওয়ারীতে দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক: চিকিৎসক
রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে সড়কে খননকাজের সময় গ্যাসলাইন থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গুরুতরভাবে দগ্ধ এই ব্যক্তির নাম মো. সোহেল (৩৫)। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, সোহেলের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
একই ঘটনায় দগ্ধ অপর চারজন হলেন—হেলাল মিয়া (৪০), আবদুল রশিদ (৬৫), মো. মামুন (৫০) ও আনারুল (২১)। তাঁরাও একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, হেলালের শরীরের ১০ শতাংশ, রশিদের ৭ শতাংশ, মামুনের ১২ শতাংশ ও আনারুলের ২২ শতাংশ পুড়ে গেছে। তাঁরাও শঙ্কামুক্ত নন। তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা মনির হোসেনের ভাষ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডের নির্মাণাধীন একটি বহুতল ভবনের সামনের সড়কে এক্সকাভেটর মেশিন দিয়ে খননকাজ চলছিল। এ সময় হঠাৎ গ্যাসলাইনে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এতে পাঁচজন দগ্ধ হন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাদের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।