সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু: ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর ফার্মগেট এলাকার সড়কে শিক্ষার্থীরাছবি: আব্দুল্লাহ আল জোবায়ের

রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভ শুরু হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান প্রথম আলোকে এ তথ্য জানান।

ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত এক ছাত্র গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করেন, বিক্ষোভ করেন।

 পুলিশ সূত্র জানায়, ফার্মগেট এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক শ শিক্ষার্থী। এ ঘটনায় সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।

 প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, ফার্মগেট মোড়সহ সংশ্লিষ্ট সড়কে শিক্ষার্থীরা অবস্থান করছেন। তাঁরা নানা স্লোগান দিচ্ছেন। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন।

আরও পড়ুন

তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই প্রতিবাদী বিক্ষোভ হচ্ছে। সড়কে অবস্থান করা শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানারে লেখা আছে—তেজগাঁও কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন। সাকিব হত্যার বিচার দাবি।

 ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হওয়ার চার দিন পর গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিবুল হাসান রানা (১৮)। তিনি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।