বিএএফ শাহীন কলেজের সামনে অটোরিকশায় ভাঙচুর

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে আজ রাজধানীতে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুরের খবর পাওয়া গেছে। বিএএফ শাহীন কলেজের সামনের সড়কে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, অবরোধের সমর্থকরা একটি সিএনজিচালিত অটোরিকশার সামনের কাচ ভেঙে দিয়েছে। এই হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

বিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধকে ঘিরে গতকাল শনিবার রাত সাতটা থেকে আজ রোববার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ তথ্য জানিয়ে বলেছে, উচ্ছৃঙ্খল জনতা ঢাকা মহানগরে ৭টি বাস, নারায়াণগঞ্জ গাজীপুরে ২টি বাস, রাজশাহীতে ১টি বাস, বরিশালে ১টি বাস ও রংপুরে ১টি বাসে আগুন দিয়েছে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ রোববার থেকে আগামী মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। তাদের সঙ্গে সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনের অবরোধের ডাক দিয়েছিল বিএনপিসহ বিরোধী দলগুলো।

আরও পড়ুন