নাদিয়াকে চাপা দেওয়া বাসের চালক ও তাঁর সহকারী গ্রেপ্তার

বাসচাপায় নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা
ছবি: সংগৃহীত

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানাকে চাপা দেওয়া বাসের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে ভাটারা থানার পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল রোববার ক্লাস না থাকায় এক বন্ধুর সঙ্গে তাঁর মোটরসাইকেলে করে বই কিনতে উত্তরার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন নাদিয়া (১৯)। কুড়িল বিশ্বরোড এলাকায় তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। এতে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। বাসটি নাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন নাদিয়ার বন্ধু মোটরসাইকেলচালক মেহেদি। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

আরও পড়ুন

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ বলেন, বাসটিকে গতকালই ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। বাসের চালক ও তাঁর সহযোগী গতকাল পালিয়ে গিয়েছিলেন। আজ তাঁদের গ্রেপ্তার করা হয়। যাচাই-বাছাই করে দেখা গেছে, চালকের লাইসেন্স ছিল। বাসটির ফিটনেসও ঠিক ছিল।

নাদিয়া নিহত হওয়ার ঘটনায় তাঁর বাবা জাহাঙ্গীর হোসেন গতকাল সড়ক পরিবহন আইনে মামলা করেন। এই মামলায় লিটন ও খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন

নাদিয়া নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। তিন বোনের মধ্যে সবার বড় নাদিয়া। তাঁর বাবা জাহাঙ্গীর হোসেন একটি পোশাক কারখানায় সহকারী মহাব্যবস্থাপক পদে চাকরি করেন।

নাদিয়ার বাবা জাহাঙ্গীর হোসেন গতকাল প্রথম আলোকে বলেছিলেন, তাঁর মেয়ের স্বপ্ন ছিল বড় ফার্মাসিস্ট হবে। কিন্তু সব শেষ হয়ে গেল।

আরও পড়ুন