বনানী মডেল স্কুল: বিদেশি পর্যবেক্ষক আসার আগে হঠাৎ দীর্ঘ লাইন, চলে যেতেই ফাঁকা

বনানী মডেল স্কুলে বেলা ১১টা ২৭ মিনিটের ছবি। হঠাৎ তৈরি হলো ভোটারের দীর্ঘ লাইনছবি: সাবিনা ইয়াসমিন।

রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে একজন বিদেশি পর্যবেক্ষক আসার আগে তৈরি হলো ভোটারের দীর্ঘ সারি। তবে সেই পর্যবেক্ষক চলে যাওয়ার পরই কেন্দ্রটি প্রায় ফাঁকা হয়ে যায়।

ঢাকা-১৭ আসনের চারটি ভোটকেন্দ্র বনানী মডেল স্কুলে। কড়াইল এলাকার নারী ভোটারদের জন্য এই চার কেন্দ্র।

বেলা সোয়া ১১টার দিকে বনানী মডেল স্কুলে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের বুথগুলোর সামনে কিছু সংখ্যক ভোটার রয়েছেন। ১১টা ২৫ মিনিটের দিকে হঠাৎ অনেক নারী ভোটার লাইন দিতে থাকেন। একপর্যায়ে লাইনটি স্কুল মাঠ পেরিয়ে সড়কে চলে যায়।

বনানী মডেল স্কুলে ১১টা ৪২ মিনিটের ছবি। বিদেশি পর্যবেক্ষক চলে যেতেই দীর্ঘ লাইন ভেঙে ভোট না দিয়েই নারীরা চলে যান
ছবি: সাবিনা ইয়াসমিন।

কিছুক্ষণ পর স্কুলটিতে আসেন গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট এলি এম গোল্ড। তিনি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এরপর সাংবাদিকদের বলেন, অনেক ভোটার এসেছেন। ভালো ভোট হচ্ছে।  

এলি এম গোল্ড চলে যাওয়ার পরপরই বনানী মডেল স্কুলে ভোটারের দীর্ঘ সাড়ি প্রায় ফাঁকা হয়ে যায়। লাইনে দাঁড়ানো নারীরা দল বেধে কেন্দ্রের বাইরে চলে যাচ্ছিলেন।

ভোট না দিয়ে বাইরে চলে যাওয়া প্রায় ১৫ জন নারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের রিকশা ভাড়া করে কড়াইল বস্তি এলাকা থেকে এনেছিলেন স্থানীয় আওয়ামী লীগের নারী নেত্রীরা। সেখান থেকে লোক আনতে সারা দিনের জন্য রিকশা ভাড়া করা হয়েছে।

আলেহা বেগম পরিচয় দেওয়া একজন প্রবীণ ভোটার বলেন, তাঁকে বাসা থেকে রিকশায় করে আনা হয়েছে।

বনানী মডেল স্কুলের চারটি কেন্দ্রে মোট ভোটার প্রায় ১৩ হাজার। ভোটগ্রহণ কর্মকর্তাদের হিসাবে, সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় সেখানে ভোট পড়েছে ৬৫৩টি। এ হিসেবে ভোট পড়েছে পাঁচ শতাংশের কিছু কম।

ঢাকা-১৭ আসনে প্রার্থী ৭ জন। সেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত এবং বিকল্প ধারা বাংলাদেশের কুলা প্রতীকের প্রার্থী মো. আইনুল হক।

বাকি ৫ জন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন বেলুন প্রতীকের আরাফাত আসওয়াদ ইসলাম, টেলিভিশন প্রতীকের এস এম আবুল কালাম আজাদ, সোনালী আঁশ প্রতীকের কাজী শফিউল বাশার, আম প্রতীকের মো. গোলাম ফারুক এবং দোতারা প্রতীকের প্রার্থী শাহ আলম।

বনানী মডেল স্কুলে গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট এলি এম গোল্ড।
ছবি: প্রথম আলো

বনানী মডেল স্কুল কেন্দ্রে দীর্ঘ লাইন তৈরির পর ভোট না দিয়ে ফিরে যাচ্ছিলেন এক নারী, যিনি নিজের নাম বলেন সাবিনা। তিনি বলেন, ভোট আগেই দিয়েছেন। তাই লাইন থেকে ফিরে যাচ্ছেন। কেন লাইনে দাঁড়িয়েছিলেন, জানতে চাইলে তিনি বলেন, এমনিতেই।

লাইনে দাঁড়ানো শেষে বাইরে ঘুরছিলেন বিউটি বেগম পরিচয় দেওয়া এক নারী। তিনিও বলেন, তিনি এমনিতেই লাইনে দাঁড়িয়েছিলেন।