এনইআইআর সংস্কারের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন মুঠোফোন ব্যবসায়ীদের

রাজধানীর কারওয়ান বাজারে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) মানববন্ধনছবি: প্রথম আলো

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে মানববন্ধন করছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মানববন্ধনের জন্য জড়ো হন এমবিসিবির সদস্যরা।

রাজধানীর বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ীদের পাশাপাশি দোকানের কর্মচারীরাও মানববন্ধনে অংশ নেন। তাঁরা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন।

আরও পড়ুন

মানববন্ধনকারীরা বলেন, আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া এনইআইআর–ব্যবস্থার নীতিমালায় দেশের প্রায় ২০ হাজার ব্যবসায়ীর স্বার্থ বিবেচনা করা হয়নি। তাই সরকারের দৃষ্টি আকর্ষণে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া রাজধানীর একটি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আনোয়ার প্রথম আলোকে বলেন, এনইআইআর বাস্তবায়িত হলে লাখো ব্যবসায়ী ও পরিবার ক্ষতিগ্রস্ত হবে। একটি বিশেষ গোষ্ঠীকে লাভবান করার জন্য নতুন এই নিয়ম করা হচ্ছে। মোবাইলের ওপর বাড়তি করের কারণে ভোক্তাদের বেশি দামে মোবাইল কিনতে হবে।

বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, কারওয়ান বাজার মোড়ে বিচ্ছিন্নভাবে মানববন্ধনকারীরা অবস্থান নেন। এ সময় তাঁরা দাবিদাওয়া লেখা ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি এনইআইআর সংশোধনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের। এ সময় সড়কে কিছুটা যানজট দেখা যায়।

আরও পড়ুন

এনইআইআর চালুর আগের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানান মানববন্ধনকারীরা। তাঁরা বলেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

সরকারের ঘোষণা অনুযায়ী, অনিবন্ধিত মুঠোফোনের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর চালু হবে এনইআইআর–ব্যবস্থা। এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি–অননুমোদিত মুঠোফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে।

আরও পড়ুন