ঢাকার সড়কে ভিড় বেড়েছে, দূরপাল্লার কিছু বাস ছাড়ছে

অবরোধের মধ্যে রাজধানী থেকে সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলছে। গন্তব্যে যেতে টিকিট কাটছেন যাত্রীরা। ২২ নভেম্বর সকালে, মহাখালী বাস টার্মিনালে
ছবি: প্রথম আলো

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধ ও হরতালের প্রথম দিন আজ বুধবার। আজ সকাল থেকে অবরোধের মধ্যেও সীমিত পরিসরে দূরপাল্লার বাস রাজধানী ছেড়েছে। ঢাকা ও আশপাশ জেলাগুলোর মধ্যে বাসের চলাচলও বেড়েছে। নগরীর সড়কে আগের তুলনায় মানুষের ভিড় বেশি দেখা গেছে।

আজ সকাল থেকে রাজধানীর মহাখালী, গাবতলী বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা ঘুরে যানবাহন চলাচলের এ চিত্র দেখা গেছে। বিভিন্ন বাস কোম্পানির প্রতিনিধিরা জানান, অবরোধের মধ্যেও দূরপাল্লার বাস ঢাকা ছেড়ে যাচ্ছে। তবে তাতে যাত্রী বেশ কম। তাই সীমিত পরিসরে বাস চালানো হচ্ছে।

গাবতলী বাস টার্মিনালে ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার আলী মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে আজ সকালে খুলনা ও সাতক্ষীরার উদ্দেশ্যে তাঁদের দুটি বাস ছেড়ে গেছে। আলী মোহাম্মদ আরও বলেন, ‘যাত্রী কম, তাই সব গন্তব্যে বাস ছাড়া যাচ্ছে না। আগে ঘণ্টায় একটি করে বাস ছাড়া হতো। এখন দু-তিন ঘণ্টা পরপর একটি করে বাস ছাড়া হচ্ছে।’

আরও পড়ুন

এদিকে মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও নেত্রকোনার উদ্দেশ্যে এনা ও সোনার বাংলা পরিবহনের একাধিক বাস ছেড়ে যেতে দেখা গেছে।

সোনার বাংলা পরিবহনের কাউন্টার মাস্টার মো. ফিরোজ প্রথম আলোকে বলেন, ‘পেটে ক্ষুধা থাকলে বাস না ছেড়ে উপায় নাই। আগের হরতাল-অবরোধে তেমন যাত্রী পাইনি। আজ সকাল থেকেই কিছু কিছু যাত্রী আসতেছে, তাই আমরা বাস ছেড়ে দিচ্ছি।’

সোনার বাংলা পরিবহনের একটি বাসের যাত্রী মো. এখলাস। পরিবার নিয়ে গ্রামের বাড়ি শেরপুরে যাচ্ছেন তিনি। প্রথম আলোকে এখলাস বলেন, ‘আমার পুত্রবধূ সন্তানসম্ভবা। তাই জরুরি প্রয়োজনে অবরোধের মধ্যেই গ্রামের বাড়ি যেতে হচ্ছে।’

আরও পড়ুন

হরতাল-অবরোধের অন্যান্য দিনের মতো আজও ঢাকায় গণপরিবহন চলছে। তবে আজ রাস্তায় মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। ঢাকা-সাভার রুটে চলাচলকারী মৌমিতা পরিবহনের চালক মো. হাসান প্রথম আলোকে বলেন, ‘আগের চেয়ে আজকে যাত্রী একটু বেশি পাচ্ছি।’

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে কথা হলো গাবতলী এলাকায়। যাবেন মতিঝিলে। বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগের কয়েক দিন হরতাল-অবরোধে বাইকে চলাচল করেছি। খরচের সঙ্গে পেরে উঠছি না। তাই আজ বাসে যাব বলে ভেবেছি।’

আরও পড়ুন