শ্যামলীর পদচারী-সেতুটি আট মাস আগে ভেঙে ফেলা হয়। তাই শিক্ষার্থী, চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষ ব্যস্ততম সড়ক হেঁটে পার হচ্ছেন। ঢাকা, ৮ জুন
ছবি: তানভীর আহম্মেদ

রাজধানীর শ্যামলী মোড়ে মিরপুর সড়কের ওপর একটি পদচারী–সেতু পুরোনো হয়ে যাওয়ায় আট মাস আগে ভেঙে ফেলা হয়। নতুন পদচারী–সেতু নির্মাণে ভিত্তি স্থাপন করার পর কাজ এগোয়নি। এরই মধ্যে নির্মাণকাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দুই মাস সময় বাড়ানো হয়েছে। পদচারী–সেতু না থাকায় ব্যস্ততম এ জায়গায় মানুষ চরম ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পদচারী–সেতুটি ছিল শ্যামলী মোড়ে। এখানে মিরপুর সড়ক দিয়ে যাতায়াত করা যাত্রীবাহী বাসগুলো সড়কের দুই পাশে (আসাদগেটগামী ও কল্যাণপুরগামী) থামিয়ে যাত্রী ওঠানামা করায়। মোহাম্মদপুর–আদাবর থেকে রিংরোড হয়ে গণপরিবহনগুলো শ্যামলী মোড়ে আসে। এ ছাড়া শ্যামলী মোড়ে মিরপুর সড়কের দুই পাশেই রয়েছে আবাসিক এলাকা ও বাণিজ্যিক কিছু ভবন। সব মিলে বেশ ব্যস্ততম এই মোড়ে হাজারো মানুষ পদচারী–সেতুটি ব্যবহার করত। সেই সেতু না থাকায় এখন মানুষের ভোগান্তির শেষ নেই।

গত বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হচ্ছিলেন ষাটোর্ধ্ব সাইফুর রহমান। নড়াইল থেকে এসেছেন তিনি। সড়কের ওপারে একটি বেসরকারি হাসপাতালে যাবেন। সড়কে যানবাহন বেশি থাকায় ওপারে যেতে সমস্যা হচ্ছিল তাঁর। সাইফুর প্রথম আলোকে বলেন, ঢাকা এসে শ্যামলী স্কয়ারের সামনে বাস থেকে নেমেছেন। পদচারী–সেতু না থাকায় রাস্তা পার হতে কষ্ট হয়েছে। গত কয়েক মাসে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন, বারবার এ ভোগান্তি পোহাতে হয়েছে।

চলন্ত গাড়ির সামনে দিয়ে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে পথচারীদের। ঢাকা, ৮ জুন
ছবি: তানভীর আহম্মেদ

কাছেই সড়ক বিভাজকের পাশে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন ট্রাফিক পুলিশের সদস্য সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেন,গত মঙ্গলবার রাতে সড়ক বিভাজকের মাঝখানে কংক্রিটের ঢালাই দেওয়া হয়। তাই বুধবার সড়ক বিভাজক টপকে রাস্তা পার হতে হয় লোকজনকে। পরে ওইদিন রাতে সড়ক বিভাজকের মাঝখানে কংক্রিটের ঢালাই ভেঙে ফেলা হয়।

একজনের সহযোগিতা নিয়ে সড়ক পার হচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী এক নারী। ঢাকা, ৮ জুন
ছবি: তানভীর আহম্মেদ

পদচারী–সেতুটি না থাকায় প্রতিদিন ভোগান্তি পোহান এ পথে যাতায়াতকারী অনেক শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিজীবী। রাজধানীর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী মবিন। কলেজ থেকে বাড়ি ফিরতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে শ্যামলীর মোড়ের সড়ক পার হন তিনি। বললেন, রাস্তা পার হতে গিয়ে নির্মাণাধীন সড়ক বিভাজকের রডে আঘাত পেয়ে অনেকেই আহত হচ্ছেন।

মোহাম্মদপুরের পিসিকালচার এলাকার বাসিন্দা তানিয়া ইসলাম। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেনশনের শিক্ষার্থী। তিনি বলেন, ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হতে হয়। পদচারী–সেতু না থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।

আট মাসের মধ্যে পদচারী-সেতু নির্মাণে শুধু ভিত্তি স্থাপন হয়েছে। ঢাকা, ৮ জুন
ছবি: প্রথম আলো

পথচারীদের ভোগান্তি বিবেচনায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় সিটি করপোরেশনে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, পথচারীদের সমস্যার কথা জানিয়ে উত্তর সিটি করপোরেশনকে দুই দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এত দিনে সেতুর নির্মাণকাজ শেষ হয়নি।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডিএনসিসি ট্রাফিক ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শ্যামলী পদচারী–সেতুটি নির্মাণ করার কথা। প্রকল্পটির মেয়াদ ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের এপ্রিল অর্থাৎ এক বছর। যদিও পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়েছে মাস ছয়েক আগে। এর দেড় মাস পর নতুন পদচারী–সেতুর জন্য সড়কের দুই পাশে ভিত্তি স্থাপন করা হয়। তবে নির্ধারিত সময়ে সেতু নির্মাণ না হওয়ায় প্রকল্পের মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছে।

পথচারী পারাপারে সড়কে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। ঢাকা, ৮ জুন
ছবি: প্রথম আলো

বিষয়টি নিয়ে কথা হয় ডিএনসিসির ট্রাফিক অবকাঠামো উন্নয়ন ও সড়ক নিরাপত্তা প্রকল্পের পরিচালক মো. ফরহাদের সঙ্গে। তিনি বলেন, মাটির নিচে বিভিন্ন পরিষেবা সংস্থার সংযোগ লাইন থাকায় সেগুলো সরিয়ে কাজ করতে হয়েছে। সে কারণে সময় বেশি লেগেছে। তিনি বলেন, দ্রুতই কাজ শেষ করা হবে। আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে পথচারীরা সেতুটি ব্যবহার করতে পারবে।