‘ধোঁয়ার কারণে গয়নার দোকানের কিছুই সরাতে পারিনি, সব পুড়ে শেষ’

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ী দেলোয়ার হোসেন। মার্কেটে আগুনে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

সাটার খুলে গয়নার দোকানের ভেতর থেকে কিছু মালপত্র সরানোর চেষ্টা করেছিলেন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ী দেলোয়ার হোসেন। কিন্তু পেছনের কাপড়ের দোকানগুলোতে ছড়িয়ে পড়া আগুনের ঘন ধোঁয়ার কারণে তিনি সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি।

আরও পড়ুন

দেলোয়ার বলেন, ‘আমি যখন আমার গয়নার দোকানের সামনে যাই, তখন পেছনের গলির কাপড়ের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ঘন ধোঁয়া আমার দোকানের দিকে চলে আসছিল। সাটার খুলতে পারলেও ঘন ধোঁয়ার কারণে আমি আমার দোকানের কিছুই সরাতে পারিনি। আগুনে আমার দোকানের সব পুড়ে শেষ।’

আরও পড়ুন

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর মার্কেটটিতে আগুন লাগে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই আগুনে মার্কেটের অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কেটে থাকা দেলোয়ারের দোকানের নাম ‘নিউ হেনা জুয়েলার্স’। দেলোয়ারের দাবি, তাঁর দোকানে প্রায় তিন কোটি টাকার গয়না ছিল।

আরও পড়ুন

আগুন নেভার পর দোকানের ভেতরের মালপত্র সরাতে সরাতে প্রথম আলোর সঙ্গে কথা বলেন দেলোয়ার। তিনি বলেন, ‘সামনে দুর্গাপূজা। পূজা উপলক্ষে অনেক ক্রেতার গয়নার অর্ডার ছিল। কিন্তু আগুনে আমার গয়নার দোকানের সবকিছু পুড়ে গেছে। কিছুই সরাতে পারিনি আমি। আমার সব শেষ।’

কৃষি মার্কেটের পাশেই তাজমহল রোড এলাকায় দেলোয়ারের বাসা। অন্য এক ব্যবসায়ী তাঁকে ফোন করে মার্কেটে আগুন লাগার খবর জানান। খবর পেয়ে দ্রুত মার্কেটে ছুটে আসেন তিনি।

দেলোয়ার বলেন, ‘ভোররাত চারটার পর মার্কেটে এসেও দোকানের কিছু বাঁচাতে পারলাম না।’

আরও পড়ুন