ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে আজ বৃহস্পতিবার দুপুরে এক নবজাতক চুরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক চুরি ঠেকাতে প্রসূতি বিভাগসহ হাসপাতালজুড়ে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ও আনসার প্রহরা বসিয়েছে। তারপরও নবজাতক চুরির ঘটনা ঘটল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসপাতাল থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে নবজাতক উদ্ধারে কাজ শুরু করেছে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আজ বেলা দুইটার পর এক নারী হাসপাতালের জরুরি বিভাগের পাশের টিকা দেওয়ার ফটক দিয়ে নবজাতককে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। যদিও প্রতিদিন বেলা দুইটায় ওই ফটক বন্ধ করে দেওয়া হয়।
নবজাতকের বাবা হিরন মিয়া পেশায় রাজমিস্ত্রি। তিনি স্ত্রী নিয়ে রাজধানীর রূপনগর টিনশেড এলাকায় থাকেন। আজ বিকেলে হিরন মিয়া প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার তাঁর সন্তানসম্ভবা স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করানো হয়। রাত আটটার দিকে অস্ত্রোপচারে তাঁর ছেলেসন্তান জন্ম নেয়। এই সন্তানই তাঁদের প্রথম। তাঁর স্ত্রীকে তত্ত্বাবধানের জন্য তাঁর মা প্রসূতি ওয়ার্ডে থাকেন। নবজাতক দুধ না পাওয়ায় পাশের বিছানার এক মায়ের দুধ খাওয়ানো হতো। কারণ, ওই মায়ের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
ওই মা জানান, ‘আমি বাচ্চাটাকে দুধ খাইয়ে তার দাদির কাছে দিয়ে, আমি আমার বাচ্চার কাছে আইসিইউতে যাই। সে সময় ওই বাচ্চার মা ঘুমিয়ে ছিলেন। পরে এসে শুনি বাচ্চাকে পাওয়া যাচ্ছে না।’
চুরি হয়ে যাওয়া নবজাতকের দাদি মোর্শেদা বেগম বলেন, ‘নবজাতককে তার মায়ের কাছে রেখে বারান্দায় কাপড় শুকাতে দিতে যাই। ফিরে এসে দেখি নবজাতক নেই। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে ফটকে কর্তব্যরত আনসারদের জানাই।’
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি খুবই দুঃখজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নবজাতক উদ্ধারে কাজ শুরু করেছে। নবজাতকের স্বজনদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নবজাতক–চোরকে শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ দেখানো হয়েছে।’ তিনি বলেন, ছাড়পত্রের কাগজ দেখানো ছাড়া কোনো নবজাতককে ওয়ার্ড থেকে বাইরে নিতে দেওয়া হয় না। হাসপাতালের প্রতিটি ফটকে আনসার দায়িত্ব পালন করছে। এই নবজাতককে কীভাবে বের করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন শিশুটির পরিবারের অভিযোগ শোনেন এবং পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখেছেন। তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে ২০১৪ সালের ২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতককে চুরি করা হয়। এর সাত দিন পর ২৮ আগস্ট র্যাব ঢাকার অদূরে টঙ্গীর বোর্ডবাজারে বেলি আক্তার নামের এক নারীর বাসা থেকে ওই নবজাতককে উদ্ধার করে।