নিখোঁজ থাকার দুই দিন পর আজ বৃহস্পতিবার ব্যবসায়ী মমিনুল ইসলামকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবি পুলিশ মমিনুল ও আরও তিনজনকে দারুসসালাম থানায় জাল টাকার একটি মামলায় আজ গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। শুনানি শেষে আদালত মমিনুলের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার বেলা একটার দিকে ডিবি পরিচয়ে রাজধানীর ফকিরাপুলের আলিজা টাওয়ারে ‘হেরার জ্যোতি ডিজাইন অ্যান্ড প্রিন্টিং’ নামের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কর্মচারী সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন ডিবি কার্যালয়ে গেলে তারা এ নামে কাউকে আটক করার কথা অস্বীকার করে। সাইফুলকে তুলে নেওয়ার পর এ ছাপাখানার মালিক ও গ্রাফিক ডিজাইনার মমিনুল ইসলাম নিখোঁজ হন।
গত মঙ্গলবার ডিবি পরিচয়ে রাজধানীর ফকিরাপুলের আলিজা টাওয়ারে ‘হেরার জ্যোতি ডিজাইন অ্যান্ড প্রিন্টিং’ নামের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কর্মচারী সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন ডিবি কার্যালয়ে গেলে তারা এ নামে কাউকে আটক করার কথা অস্বীকার করে। সাইফুলকে তুলে নেওয়ার পর এ ছাপাখানার মালিক ও গ্রাফিক ডিজাইনার মমিনুল ইসলাম নিখোঁজ হন।
পরে পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার বিকেলে মতিঝিল থানায় মমিনুল ও সাইফুলের নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ ঘটনাস্থলে যায়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও ডিবির কর্মকর্তার সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে দুজনকেই আটক করা হয়েছে।
এদিকে আজ দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে সাইফুলকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।
মমিনুল ও তাঁর কর্মচারী সাইফুলকে আটকের সঙ্গে যুক্ত ডিবি তেজগাঁও বিভাগের পরিদর্শক আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মমিনুলকে রিমান্ডে নেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাল শুক্রবার ডিবিপ্রধান এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন। তাই এ নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।