সাংবাদিকের মুঠোফোন ও পরিচয়পত্র কেড়ে নেওয়া এসআইকে প্রত্যাহার

তুচ্ছ ঘটনায় আজ দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েন রাজধানীর সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

রাজধানীর সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ছবি তোলার সময় একজন সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হককে প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার বিকেলে এসআই আজিজুল হককে থানা থেকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে দুপুরে ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এলে প্রায় এক ঘণ্টা পর সংঘর্ষ থামে।

আরও পড়ুন

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া প্রথম আলোকে বলেন, সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় আজিজুল হককে প্রত্যাহার করা হয়েছে।

লাঞ্ছনার শিকার ঢাকা মেইলের প্রতিবেদক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ধানমন্ডিতে কিছু শিক্ষার্থীকে দৌড়াদৌড়ি করতে দেখে তাঁদের সঙ্গে কথা বলছিলেন তিনি। শিক্ষার্থীরা তাঁকে সংঘর্ষের কথা জানিয়ে বলেন, পুলিশ তাঁদের ধাওয়া দিয়েছে। এ সময় ধানমন্ডি থানার পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে। এ সময় ছবি তুলতে গেলে পুলিশ তাঁকে লাঞ্ছিত করে এবং মুঠোফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়। পরে অন্য সাংবাদিকেরা এসে তাঁকে উদ্ধার করেন।