ইন-জিনিয়াস অ্যাকটিভেশন পর্ব

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে চলমান ভিন্নধর্মী প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’-এর অ্যাকটিভেশন পর্ব হয়ে গেল ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) মিলনায়তনে।

এতে অংশ নেওয়া এমআইএসটির পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করা হয়। জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

অনুষ্ঠানের শুরুতে এমআইএসটির পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মেজর জাহিদুল ইসলাম, শিক্ষার্থীদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয়তা এবং প্রতিযোগিতার নিয়মাবলি সম্পর্কে ধারণা দেন।

জিপিএইচ ইস্পাতের মার্কেট ডেভেলপমেন্ট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওহাব বলেন, রাজধানীসহ প্রধান শহরগুলোয় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক প্রমিত মানের প্রয়োগ নিয়ে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এমআইএসটির পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদুল ইসলাম, আগামী দিনের ভৌত কাঠামো যেন উন্নত, নান্দনিক এবং একই সঙ্গে মজবুত ও দৃঢ় ভিত্তির ওপর গড়ে ওঠে, সে বিষয়ে শিক্ষার্থীদের সব সময় খেয়াল রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান।

বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ১১ জন শিক্ষক ও বিশেষজ্ঞ এ প্রতিযোগিতায় নির্বাচক হিসেবে থাকছেন। অনুষ্ঠান থেকে বলা হয়, এমআইএসটির পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলগতভাবে এতে অংশ নিতে পারবেন। এ জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

অনুষ্ঠানে প্রথম আলোর ২০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত আলোর পথযাত্রী ও জিপিএইচ ইস্পাতের দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।