সংশোধিত ঠিকানায় তারেক রহমানের প্রতি নোটিশ জারির নির্দেশ

হাইকোর্ট
ফাইল ছবি

আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে আট বছর আগে রুলসহ আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। যে রিটের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়েছিল, সেই রিট সূত্রে উল্লেখিত সংশোধিত ঠিকানায় (বাড়ি নং ৬, সড়ক–৮৬, গুলশান–২) বিবাদী তারেক রহমানের প্রতি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নোটিশ জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। ঠিকানা সংশোধন ও তারেক রহমানের প্রতি নোটিশ জারির জন্য রিট আবেদনকারীর করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

৯ নম্বর বিবাদীর (তারেক রহমান) উল্লেখিত ঠিকানার বাড়ির দরজার বাইরে ও আদালতের নোটিশ বোর্ডেও নোটিশ টাঙিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারীর খরচায় ওই নোটিশ জারি করতে বলা হয়েছে। এই আদেশ বাস্তবায়ন করে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নোটিশের বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালতে প্রতিবেদন দিতে রিট আবেদনকারীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী কামরুল ইসলাম ও সানজিদা খানম উপস্থিত ছিলেন। বিএনপিপন্থী আইনজীবী জয়নুল আবেদীন, কায়সার কামাল, এম বদরুদ্দোজা, মো. রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা ওই রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রিটে তারেক রহমানকে ৯ নম্বর বিবাদী করা হয়।

সম্প্রতি রুল শুনানির উদ্যোগ নেয় রিট আবেদনকারীপক্ষ। এর ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে বিষয়টি আদালতের কার্যতালিকায় ওঠে। বিদেশে থাকায় তারেক রহমানের প্রতি নোটিশ জারি না হয়ে ২ আগস্ট তা ফেরত আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। রিটে বিবাদী হিসেবে তারেক রহমানের উল্লেখিত ঠিকানা (বাড়ি নম্বর–৬, রুম নম্বর–৮৬) সঠিক নয় বলে ১০ আগস্ট শুনানিতে ওঠে। আদালত রিট আবেদনকারীপক্ষকে রিটে উল্লেখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। সেদিনই হলফনামা আকারে বিবাদী হিসেবে তারেক রহমানের উল্লেখিত ঠিকানা সংশোধন এবং তার প্রতি নোটিশ জারির (রুল) জন্য আবেদন জমা দেন রিট আবেদনকারী। একই সঙ্গে রোববার আদেশের জন্য দিন রাখেন আদালত। এর ধারাবাহিকতায় আজ আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন