ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ‘প্রশাসনের ব্যর্থতায়’ ছাত্রদলের উদ্বেগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা শিক্ষার্থীদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি এক কর্মচারী কর্তৃক এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় আজ শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, গত বুধবার বেলা একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থীকে তাঁর পোশাকপরিচ্ছদ নিয়ে হেনস্তা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণব। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের তত্ত্বাবধানে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে একদল উগ্রবাদী ব্যক্তি অনলাইনে ও অফলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তাঁরা পুরো ঘটনাকে ধর্মীয় রূপে সাজিয়ে অভিযুক্তকে মুক্ত করার দাবিতে ওই দিন সারা রাত শাহবাগ থানায় অবস্থান নেন।
ছাত্রদলের বিবৃতিতে আরও বলা হয়, ভুক্তভোগী নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর থেকে অনলাইনে-অফলাইনে তিনি নানা রকমের সহিংস হুমকি-ধমকি পাচ্ছেন। বিভিন্ন অসদুপায়ে চাপ সৃষ্টির মাধ্যমে তাঁকে মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছে।
এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজ ধর্মচর্চার অধিকার খর্ব এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে উদ্বিগ্ন।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নারী হেনস্তার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।