তুরাগে ফারদিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফারদিন শাহরিয়ার শুভ হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা, ৩ ফেব্রুয়ারিছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে ফারদিন শাহরিয়ার শুভ (২৫) হত্যায় জড়িত অভিযোগে মো. রিয়াজ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তুরাগ থানা সূত্র জানায়, পূর্বশত্রুতার জেরে গত ২৯ জানুয়ারি বিকেলে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিন শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রিয়াজ। গুরুতর আহত ফারদিনকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে রিয়াজকে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।

আরও পড়ুন