ডেমরায় পরিত্যক্ত বাড়ি থেকে ১৫টি ককটেল উদ্ধার: র‌্যাব

রাজধানীর ডেমরা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ‘ককটেল তৈরির’ অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. জাকির শিকারি (৩৫) ও মো. ইসরাফিল ভূঁইয়া (৫০)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বাড়িটিতে অভিযানে যান র‌্যাব সদস্যরা। সেখান থেকে ১৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।

আরও পড়ুন

র‍্যাব-৩–এর সহকারী পুলিশ সুপার শামিম হোসেন বলেন, নাশকতার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এখনো কাজ করছে। বাড়িটিতে ককটেল তৈরির সরঞ্জাম রয়েছে বলেও জানান তিনি।