সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান কারাগারে
বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার বিকেলে এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আবু আলম মোহাম্মদ শহীদ খানের আইনজীবী ওবায়দুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। সেখান থেকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে পুলিশ আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এই মামলাতেই সাবেক সচিব আবু আলমকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শাহবাগ থানায় করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ সোমবার তাঁকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করে বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক খুদে বার্তায় জানানো হয়। তবে ডিবির রমনা বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাতে রাজধানীর বোরাক টাওয়ার থেকে শহীদ খানকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান।