রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী খুনের মামলার আসামি গ্রেপ্তার

র‍্যাবের হাতে গ্রেপ্তার এনামুল হক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পদক্ষেপের কর্মী চম্পা চাকমা (২৬) খুনের মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম এনামুল হক। গতকাল সোমবার রাতে সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে এই তথ্য জানান।

নুরুল আবসার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চম্পাকে খুনের কথা স্বীকার করেছেন এনামুল। এনজিও থেকে ঋণ হিসেবে নেওয়া টাকা কিস্তিতে পরিশোধ নিয়ে কথা-কাটাকাটির জেরে এই খুনের ঘটনা ঘটে।

গত ৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজার এলাকায় চম্পাকে ছুরিকাঘাত করা হয়। তিনি পদক্ষেপ নামের এনজিওটিতে সহকারী ব্যবস্থাপক (ঋণ) হিসেবে কর্মরত ছিলেন। চম্পা খুনের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা হয়। এই মামলার আসামি এনামুল।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবসার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর তাঁরা এনামুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। তিনি খুনের কথা স্বীকার করেছেন। বলেছেন, তাঁর মা ও বোন পদক্ষেপ থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এই ঋণের কিস্তির ৩০ হাজার টাকা বাকি আছে। বাকি টাকা তোলার জন্য এনজিওটি থেকে কয়েকজনের তাঁর বোনের বাসায় যাওয়ার কথা ছিল। এতে বোনের মানসম্মান নষ্ট হবে—এই ভেবে এনামুল প্রথমে চম্পাকে চাকু দেখিয়ে হুমকি দেন। একপর্যায়ে তিনি তাঁর গলায় ছুরিকাঘাত করেন। এতে চম্পার মৃত্যু হয়।

নুরুল আবসার আরও বলেন, হত্যার পর এনামুল রাঙামাটি, চট্টগ্রামের পতেঙ্গা ও চকবাজার, ঢাকার পোস্তগোলা ও সবশেষ সিলেটের জৈন্তাপুরে যান। জৈন্তাপুরে তিনি একটি হোটেলে কাজ নিয়েছিলেন। সেখান থেকেই তাঁকে গতকাল গ্রেপ্তার করা হয়। তাঁকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন