জগন্নাথপুরে আবার ধর্ষণ, এবার অভিযুক্ত আগের আসামির মামা

ধর্ষণ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঘরে ঢুকে স্বামীকে জিম্মি করে এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার থানায় অভিযোগ দিয়েছেন নির্যাতনের শিকার ওই নারী।

উপজেলার আবদুল খালিছকে (৪৮) এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এর আগে ৫ অক্টোবর জগন্নাথপুরে এক তরুণীকে (২৭) ধর্ষণ এবং পরে আবার তাঁকে খুঁজতে গিয়ে না পেয়ে বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটির প্রধান আসামি শামীম আহমদ (২৭)। এবারের ধর্ষণের অভিযোগ যে আবদুল খালিছের বিরুদ্ধে, তিনি শামীমের মামা।

থানা-পুলিশ, অভিযোগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ বিয়ের পর স্বামীকে নিয়ে তাঁর বাবার বাড়িতে থাকেন। গত কয়েক মাস ধরে গ্রামের আবদুল খালিছ ওই নারীকে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন। একপর্যায়ে তাঁকে অনৈতিক দেন। এতে রাজি না হওয়ায় এ বছরের ৩ এপ্রিল রাতে তাঁকে একা পেয়ে ধর্ষণ করেন। এ নিয়ে ওই নারী কাউকে কিছু বলেননি। এ অবস্থায় খালিছ ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তাঁর জাতীয় পরিচয়পত্র, বিয়ের কাবিননামা, জায়গা-জমির দলিল ও নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর ওই নারীকে আরও একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ৯ অক্টোবর রাতে খালিছ ওই নারীর ঘরে ঢুকে তাঁর স্বামীকে জিম্মি করে আবারও ধর্ষণ করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরই ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করছেন। তদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো মামলা হয়নি।

আরও পড়ুন