ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের সড়কে ছাত্রদলের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস–সংলগ্ন সড়কে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ঢাকা, ৩১ অক্টোবর
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস–সংলগ্ন বকশীবাজার থেকে চানখাঁরপুল অভিমুখী সড়কে মিছিল ও অবরোধ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সকাল সাতটার দিকে এ কর্মসূচি পালন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির আহূত দেশব্যাপী তিন দিনের অবরোধের সমর্থনে সংগঠনটি কর্মসূচি পালন করেছে। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বকশীবাজার থেকে চানখাঁরপুল অভিমুখী মিছিল ও সড়ক অবরোধ করা হয়। মিছিলটি বকশীবাজার মোড় থেকে শুরু হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন

কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি ইজাজুল কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ফারহান মো. আরিফুর রহমান, নাহিদুজ্জামান শিপন, আমান উল্লাহ আমান, তৌহিদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক জসিম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

আরও পড়ুন