কান্নার শব্দ পেয়ে ভুট্টাখেত থেকে নবজাতক উদ্ধার
কিশোরগঞ্জের করিমগঞ্জে ভুট্টার খেত থেকে সদ্য ভূমিষ্ঠ এক ফুটফুটে শিশুকে উদ্ধার করেছেন স্থানীয় ব্যক্তিরা। গতকাল বুধবার রাতে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের মালির বাড়ির মোড় এলাকার আবুল কালামের ভুট্টাখেত থেকে তাকে উদ্ধার করা হয়। সেখানে একটি প্লাস্টিকের ব্যাগের ওপর রক্তাক্ত অবস্থায় কাঁদছিল নবজাতকটি।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা নূর হোসেন জানান, নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য শিশুটি উপজেলা শিশু কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে আছে। স্থায়ীভাবে লালনপালনের জন্য দত্তক নিতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে ভুট্টার খেত থেকে নবজাতকটির কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় অটোরিকশাচালক মেনু মিয়া। এ সময় তিনিসহ স্থানীয় ব্যক্তিরা এগিয়ে গিয়ে দেখতে পান—প্লাস্টিকের ব্যাগের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নবজাতকটি কাঁদছে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় কদবানু নামের একজন নারীকে দেওয়া হয়। তিনি নবজাতকটির পরিচর্যা করেন।
জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বিষয়টি জানার পর থানায় অবহিত করেন। খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল আলমের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষা–নিরীক্ষা করা হয়।
নবজাতকের শারীরিক কোনো জটিলতা না থাকায় ইউএনও তসলিমা নূর হোসেনের নির্দেশে উপজেলা শিশু কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনের পারিবারিক পরিচর্যায় রাখা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল আলম বলেন, শিশুটিকে সবার সিদ্ধান্ত অনুযায়ী, হয় দত্তক না হয় শিশু কল্যাণ পরিষদের শিশু পরিচর্যাকেন্দ্র ছোটমনি নিবাসে পাঠানো হবে।