চায়ের রাজ্য শ্রীমঙ্গলে দুই দিন সূর্যের দেখা মেলেনি, আজ সর্বনিম্ন তাপমাত্রা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে রবি ও সোমবার সূর্যের দেখা মেলেনি, কুয়াশার চাদরে সারা দিন ঢাকা ছিল চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সূর্যের দেখা মিললেও ঠান্ডা এতটুকু কমেনি।
গতকাল সোমবার শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সারা দিনই কুয়াশায় ঢাকা ছিল এ উপজেলা। সূর্যের তাপ না থাকায় শহর ও গ্রামাঞ্চলে লোকজনকে গরম কাপড় গায়ে দিয়েও কাঁপতে দেখা যায়। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। মোটা গরম কাপড়ের অভাবে চা-শ্রমিকসহ নিম্ন আয়ের লোকজন বেশি কষ্টে আছেন।
শ্রীমঙ্গলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল নয়টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশা ও বাতাসের গতি বেশি থাকায় ঠান্ডা অনুভূত হচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও ৪-৫ দিন থাকবে। এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে।