জানাজায় অংশ নিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৫

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পরিবারের ছয়জন সদস্য ব্যাটারিচালিত ভ্যানে করে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে ট্রাকের ধাক্কায় তাঁরা আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল শনিবার এই ঘটনা ঘটেছে।

লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর সড়কের দিঘিরহাট এলাকায় গতকাল সকালে ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয় একটি বালুবাহী ট্রাক। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

নিহত আবদুল কাইয়ুম হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন, একই পরিবারের মালেকা বেগম (৬১), জুলেখা বেগম (৫৯), ঝরনা বেগম (৪০), রুবেল হোসেন (৩০) ও কবীর কারিগর (২০)।

হাতীবান্ধা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে আবদুল কাইয়ুমসহ পরিবারের ছয় সদস্য এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে ব্যাটারিচালিত ভ্যান করে রংপুরে যাচ্ছিলেন। দিঘিরহাট এলাকায় সড়কের ওপর ভ্যানটি রেখে চালক একটি দোকানের পাশে গিয়েছিলেন। তখন বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে পেছনে থেকে ধাক্কা দেয়। ভ্যানের ছয়যাত্রী  গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাইয়ুম মারা যান।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএম আরিফ উল্লাহ জানান, ওই ঘটনায় হাসপাতালে একজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ এবং চালকের সহকারীকে আটক করা হয়েছে।