আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর হাত থেকে হ্যান্ডমাইক কেড়ে নিয়ে ভাঙচুর

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের স্ত্রীর প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারী ব্যক্তিরা প্রচারণার কাজে ব্যবহৃত হ্যান্ডমাইক কেড়ে নিয়ে ভাঙচুরের পাশাপাশি কয়েকজন সমর্থককে পিটিয়ে আহত করেছেন।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এনামুল হকের সমর্থকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন এনামুল হক। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছেন, এটি সাজানো নাটক।

রাজশাহী-৪ আসনে এবার ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের টানা তিনবারের সংসদ সদস্য এনামুল হক স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হয়েছেন। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক পেয়েছেন দলটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য আবুল কালাম আজাদ।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও থানায় দেওয়া এজাহারের বর্ণনা অনুযায়ী, গতকাল বুধবার বিকেলে আবুল কালামের স্ত্রী তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার শায়লা পারভীনের নেতৃত্বে একটি দল আউচপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে যান। তাঁর সঙ্গে স্থানীয় সমর্থক ছাড়াও বেশ কিছু নারী কর্মী ছিলেন। বিকেলে তাঁরা আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আলামিন বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মী ‘কাঁচি প্রতীকের’ স্লোগান দিয়ে হামলা চালান। স্থানীয় লোকজন বলেছেন, আলামিন বিশ্বাস স্বতন্ত্র প্রার্থীর লোক। এ সময় তাঁরা শায়লা পারভীনের হাতে থাকা হ্যান্ডমাইক কেড়ে নিয়ে আঁচড়ে ভেঙে ফেলেন। নৌকার সমর্থকেরা প্রতিরোধ করতে এলে রড, লাঠিসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা কাঁচির স্লোগান দিতে দিতে চলে যান। এরপর খন্দকার শায়লা পারভীন লোকজন নিয়ে দ্রুত সটকে পড়েন। পরে পাশের খুজিপুর এলাকায় প্রতিবাদ সভা করেন। সেখানে হামলার বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

শায়লা পারভীন আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের লোকেরা তাঁর ওপর হামলা ও প্রচারণায় বাধা দিয়েছেন। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে বিচার চেয়েছেন তিনি। রাতে তাঁর পক্ষে ওই এলাকার আকরাম হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দিয়েছেন। তাঁরা সবাই স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের স্থানীয় সমর্থক।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, রাতে এজাহার পাওয়া গেছে, আজ তদন্ত করে মামলা তালিকাভুক্ত করা হবে।