খুলনায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা

খুলনায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার। শীতের কাপড় কিনতে দোকানে মানুষের ভিড়। খুলনা শহরের ডাকবাংলা এলাকায়ছবি: সাদ্দাম হোসেন

তীব্র শীত, হিমেল হাওয়া, বৃষ্টি হলেও এ বছর খুলনা জেলার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। তবে আজ মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটাই খুলনায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। যত দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, তত দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, আজ সকাল ৬টায় খুলনার তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে। সে জন্য আজ থেকে যে কয়দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠবে, তত দিন পর্যন্ত খুলনা জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম খুলনা বিভাগীয় উপপরিচালকের নির্দেশনা মোতাবেক বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ

খুলনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী খুলনা জেলাসহ বিভাগের যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ প্রথম আলোকে বলেন, খুলনায় আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। আশপাশের জেলায় তাপমাত্রা আরও কমে গেছে। আগামীকাল বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।