কুমারখালীতে নৌকা ও ট্রাক সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

হাতকড়া
প্রতীকী ছবি

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের (ট্রাক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ বাদী হয়ে থানায় মামলাটি করেন। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

মামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী মজিদসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে পাঁচ থেকে ছয়জনকে। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, রাতে ভোটের প্রচারে গেলে নৌকার কর্মী-সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা অতর্কিতে হামলা করেন। হামলায় নৌকা প্রতীকের দুজন কর্মী আহত হন।

এর আগে গতকাল রাত ১০টার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের হুদা মোহম্মদপুরে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হন। তাঁরা হলেন মেয়র সামসুজ্জামানের ছেলে প্রতীক, বাটিকামারা গ্রামের নিজামের ছেলে আলহাজ এবং ট্রাক প্রতীকের সমর্থক সোহাগ হোসেন। তাঁদের রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহত সোহাগ হোসেন সোহাগ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী সভায় বক্তব্য দিচ্ছিলেন। তখন মেয়রের ছেলে এসে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতের ঘটনায় এক পক্ষ মামলা করেছে। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত এলাকার পরিস্থিতি স্বাভাবিক।