বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ৪

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া হানিফ পরিবহনের বাসটি। বৃহস্পতিবার রাত ৯টায় শিবচরের সূর্যনগর এলাকায়ছবি: প্রথম আলো

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. রিয়াজুল ইসলাম (৩৮)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠী এলাকার আ. সালাম মিয়ার ছেলে।

এর আগে গতকাল রাত আটটার দিকে এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত অন্য তিনজন হলেন বরিশালের উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার নিরঞ্জন বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ (৪৪), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা (২৬)। এ ছাড়া গুরুতর আহতাবস্থায় এক শিশুসহ কমপক্ষে ২০ জন ফরিদপুর, ভাঙ্গা ও পাঁচ্চর এলাকার সরকারি–বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। রাত আটটার দিকে বাসটি এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন এলাকায় এসে দ্রুতগতিতে অপর একটি বাসকে অতিক্রম করতে যায়। এ সময় সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পণ্যবাহী ট্রাকটি উল্টে পাশের সার্ভিস সড়কে পড়ে যায় এবং মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলে মারা যান নারীসহ দুজন। গুরতর অহতবস্থায় কয়েকজন যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও এক যাত্রী। সবশেষ রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজুল।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক শিশুসহ বেশ কয়েকজন গুরতর আহত অবস্থায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওসি আরও বলেন, অতিরিক্ত গতি ও ওভারটেকিং করতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।