প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে কিশোরগঞ্জে দায়ের হওয়া মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল আমিন এ আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী কিশোরগঞ্জ আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) আতিকুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মোবারক হোসেন আসামি আবু সাঈদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অপর দিকে আসামিপক্ষের আইনজীবী জালাল উদ্দীন জামিনের আবেদন করেন। তবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-৫–এ শুনানি শেষে বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ আশফাকুল ইসলাম। ওই মামলার আসামি হিসেবে গত রোববার সন্ধ্যায় আবু সাঈদকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। এরপর গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আবু সাঈদকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়।