সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি তরুণের ঝুলন্ত লাশ ১০ ঘণ্টা পর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ–ভারত সীমান্তছবি: গুগল স্যাটেলাইট মানচিত্র

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাকারিয়া আহমদ (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের পিনারসালা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

ভারতে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশটি হস্তান্তর করা হবে।

জাকারিয়া আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামা গ্রামের আলাউদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে জাকারিয়া দ্বিতীয়। তিনি বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করতেন। বয়স্ক বাবা কাজ করতে পারেন না। জাকারিয়ার আয়েই সংসার চলত। মৃত্যুর তিন দিন আগে তাঁর বিয়ে হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়নের লামা গ্রামের পার্শ্ববর্তী ভারত সীমান্তের অভ্যন্তরে লাশটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি বিজিবি ও পুলিশকে জানায়। এ ঘটনায় জাকারিয়ার চাচা গিয়াস উদ্দিন কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে গতকাল রাতে বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাকারিয়া আহমদ পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের বিষয়টি পুলিশের হওয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীও সেটি করেনি। ভারতের অভ্যন্তরে হওয়ায় বাংলাদেশের পুলিশ ও বিজিবি সেখানে যেতে পারেনি। ঘটনাস্থলটি ভারতের পিনারসালা থানার অন্তর্ভুক্ত। সেখান থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশ। আবার ভারতে বৃষ্টি হওয়ায় পিনারসালা থানার পুলিশের ঘটনাস্থলে যেতে বিলম্ব হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, ভারতে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। বিএসএফের সহায়তায় আজ শুক্রবার সকালে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়নের লামা গ্রাম ভারত সীমান্ত এলাকায়। লামা গ্রাম কোম্পানীগঞ্জের উৎমাছড়া পর্যটনকেন্দ্র–সংলগ্ন। উৎমাছড়ার পূর্ব পাশে ভারত সীমান্তের ১২৫৭ খুঁটির পাশে একটি টিলায় গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল জাকারিয়ার মরদেহ। ঘটনাস্থলটি জাকারিয়াদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে।

জাকারিয়া আহমদের বাবা আলাউদ্দিন ‌জানান, গত সোমবার জাকারিয়ার বিয়ে হয়েছিল। পরিবারের কারও সঙ্গে তাঁর সমস্যা ছিল না। বুধবার রাতে তাঁরা সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। গতকাল সকাল ছয়টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে তাঁর ছেলে ভারত সীমান্তের অভ্যন্তরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন বলে খবর পান আলাউদ্দিন।

আরও পড়ুন

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান জাকারিয়ার চাচাতো ভাই। তিনি বলেন, জাকারিয়ার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। গতকাল সকাল থেকে পুলিশ ও বিজিবির সদস্যদের বিষয়টি জানানো হয়। তাঁদের গ্রাম–সংলগ্ন বিজিবি উৎমা ক্যাম্পের কর্মকর্তাদের জানালেও তাঁরা তেমন কোনো সহযোগিতা করেননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ বলেন, ভারত সীমান্তের অভ্যন্তরে হওয়ায় পুলিশের পক্ষ থেকে লাশ উদ্ধার তৎপরতা চালানো যায়নি। সীমান্ত এলাকার বিষয়ে বিজিবির সহায়তা নেওয়া হয়। বিজিবির কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী নিহত জাকারিয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।