খুলনায় আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে আদালতের স্টেনোগ্রাফার মোল্লা গোলাম সরোয়ার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলাটি করেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে পুলিশ রাতেই সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার যুবকের নাম জাহিদুল হক। তাঁর বাড়ি পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ভোরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এজলাস কক্ষের কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়। এজলাস কক্ষের জানালার একটি কাচ ভাঙা ছিল। সেখান দিয়েই পেট্রোল বা দাহ্য কোনো পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল ভোরে আদালতের পাশের একটি মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা ফেরার পথে এজলাসকক্ষে আগুন জ্বলতে দেখেন। তাঁরা তাৎক্ষণিকভাবে আদালত সংশ্লিষ্টদের খবর দেন। পরে সবাই মিলে আগুন নেভান। ততক্ষণে এজলাসের বসার স্থান ও কাঠগড়া পুড়ে যায়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, নাশকতার উদ্দেশ্যে আদালতে আগুন দেওয়া হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।