জাহাঙ্গীরের বাড়িতে ৩ শতাধিক ডেকচিতে চলছে খিচুড়ি রান্না

ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে যাওয়া নেতা–কর্মীদের আপ্যায়নে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়িতে তিন শতাধিক ডেকচিতে রান্নাবান্নার আয়োজন চলছে। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায়
ছবি: প্রথম আলো

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে কাল শনিবার ঢাকায় ‘শান্তি সমাবেশে’ যোগ দেবেন। শান্তি সমাবেশে প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে কয়েক শ বাস ভাড়া করা হয়েছে। কাল দুপুরে নেতা-কর্মীদের আপ্যায়নের জন্য তিন শতাধিক ডেকচিতে গরু ও মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নার আয়োজন চলছে।

আজ শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় জাহাঙ্গীর আলমের বাসভবনে রান্নাবান্নার কাজ শুরু হয়।

আরও পড়ুন

রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি জামাল হোসেন বলেন, তিনটি গরু ও পাঁচ শতাধিক মুরগি জবাই করা হয়েছে। সন্ধ্যা থেকে তিন শতাধিক ডেকচিতে খিচুড়ি রান্না করা চলছে। রান্না শেষ হবে কাল ভোরে। কাল সকাল থেকে এগুলো প্যাকেট করা হবে।

বিকেলে জাহাঙ্গীর আলমের বাসভবনে গিয়ে দেখা যায়, মূল ভবনের ভেতরে বড় একটি ফাঁকা জায়গায় তিন শতাধিক রান্নার ডেকচি সাজানো। সেগুলো ধোঁয়া-মোছার কাজ চলছে। এক পাশে কয়েকটি গরু জবাই শেষে মাংস প্রস্তুত করা হচ্ছে। পাশে চাল, ডাল, তেল, ডিম স্তূপ করে রাখা। জাহাঙ্গীরের কর্মী-সমর্থক ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বাবুর্চিরা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। মাঝেমধ্যে জাহাঙ্গীর আলম এসে দিকনির্দেশনা দিচ্ছেন।

নেতাকর্মীদের আপ্যায়নে তিনটি গরু ও পাঁচ শতাধিক মুরগি জবাই করা হয়েছে
ছবি: প্রথম আলো

জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ সফল করতে গাজীপুর থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে তিনি ঢাকায় যাবেন। এ জন্য বেশ কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন। পাঁচ শতাধিক যানবাহন ভাড়া করা হয়েছে। লক্ষাধিক মানুষ নিয়ে তিনি সমাবেশে যোগ দেবেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্র। পরে তাঁকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ থেকেও বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ। পরে চলতি বছরের ২১ জানুয়ারি তাঁকে আওয়ামী লীগে ফেরানো হলেও দলীয় নির্দেশনা অমান্য করে সিটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকায় তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

গত শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর করা এক চিঠিতে জাহাঙ্গীর আলমকে শর্ত সাপেক্ষে ক্ষমা করে দলে ফেরানোর কথা জানানো হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দলীয় কর্মকাণ্ডে আবার নিজেকে উজ্জীবিত করতে শুরু করেন তিনি। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে তাঁর অনুসারী নেতা-কর্মীরাও তাঁর বাড়িতে ভিড় করেন। মহানগরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণেরও খবর পাওয়া যায়।