চমেকে স্যানডরের ডায়ালাইসিসে ভর্তুকি আপাতত আগের নিয়মে

চমেক হাসপাতালের অধীন স্যানডোর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ (প্রা.) লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দেয়
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বেসরকারি প্রতিষ্ঠান স্যানডরের ডায়ালাইসিসে রোগীদের জন্য সরকারি ভর্তুকি আপাতত আগের নিয়মে রাখার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশের পর স্যানডরের ডায়ালাইসিসে সরকারি ভর্তুকিসুবিধা কমানোর সিদ্ধান্ত আপাতত কার্যকর হচ্ছে না।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘ভর্তুকির বিষয়ে মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা পাওয়া গেছে। আপাতত স্যানডরের ডায়ালাইসিসে ভর্তুকি আগের মতোই থাকছে। এ ছাড়া হাসপাতালে নতুন চারটি ডায়ালাইসিস মেশিন বসেছে। সেখানেও কিছু রোগী যাচ্ছেন। দুদিক মিলিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছি।’

আজ সোমবার থেকে স্যানডরের ডায়ালাইসিসে পুরোপুরি আগের নিয়মে ভর্তুকি পাচ্ছেন রোগীরা।

এ ছাড়া হাসপাতালের করোনা ওয়ার্ডে চালু হওয়া চারটি ডায়ালাইসিস মেশিনে কিছু রোগী সেবা নিচ্ছেন। এখানে প্রতি ডায়ালাইসিসে খরচ পড়ছে ৪১৭ টাকা।

চমেক হাসপাতালের অধীন স্যানডোর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ (প্রা.) লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দেয়।

আপাতত সরকারি ভর্তুকি বহাল থাকলেও নতুন বছর থেকে স্যানডরের বাড়ানো ফি কমেনি। ৫ শতাংশ হারে ফি বৃদ্ধির বিষয়টি ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।

ফি বাড়ানো ও ভর্তুকি কমানোর প্রতিবাদে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আন্দোলন করে আসছিলেন রোগী ও স্বজনেরা। ১০ জানুয়ারি রাস্তা অবরোধ করলে তাঁদের ওপর চড়াও হয় পুলিশ।