কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেলে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষ, ফাঁকা গুলি

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা একটার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আটটি ফাঁকা গুলি ছোড়েন আনসার সদস্যরা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির (সুইপার) মুঠোফোন হারানোকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির একটি মুঠোফোন হারিয়ে যায়। এ সময় তিনি মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তার ব্যাপারে জিজ্ঞাসা করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হরিজন সম্প্রদায়ের ওই ব্যক্তি তাঁর কলোনিতে খবর দেন। ঘটনা শুনে ক্যাম্প থেকে আনসার সদস্যরাও ছুটে আসেন। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষের সময় রোগী, স্বজনসহ হাসপাতাল আঙিনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজনের অভিযোগ, এর আগেও হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও স্বজনের মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এ কারণে হাসপাতালের নিরাপত্তা নিয়ে আগে থেকেই অনেকের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মুঠোফোন হারানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আটটি ফাঁকা গুলি ছুড়েছেন। এ বিষয়ে আনসার ও হরিজন সম্প্রদায়ের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ বলেন, মুঠোফোন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আটটি ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।