ইভিএম বিকল হয়ে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএম বিকল হয়ে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি বুথে ইভিএম বিকল হয়ে যায়। তবে বেলা ১১টার দিকে ওই বুথে আবার ভোট গ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

প্রিসাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে শহরের শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৮ নম্বর বুথে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৯ জনের ভোট গ্রহণ করা হয়। এরপরই ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় যন্ত্রের মনিটরে লেখা ওঠে—‘ব্যালট সংযোগ বিচ্ছিন্ন। দয়া করে সংযোগ পরীক্ষা করুন। আবার চেষ্টা করুন।’

বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, বিষয়টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে জানানো হয়। পরে টেকনিক্যাল টিম বেলা ১১টার দিকে ইভিএমটি মেরামত করে।

এদিকে দেড় ঘণ্টা ধরে বুথ বন্ধ থাকায় অনেক ভোটারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। ওই কেন্দ্রে ভোট দিতে আসা আসমা আক্তার বলেন, ‘ভোট দেওয়ার জন্য সকাল ৮টা থেকে লাইনে এসে দাঁড়িয়েছি। এক ঘণ্টা লাইনে থাকার পরে জানতে পারি ভোটের মেশিন নষ্ট হইয়া গেছে। গরমের মধ্যে সবাই অস্থির হয়ে আছি। মেশিনের জন্য ভোট দিবার পারছি না।’

ভোটার জোহরা বেগম বলেন, ‘মেশিন কখন ঠিক হবে আর কখন ভোট দিব। দেড়-দুই ঘণ্টা ধইরা লাইনে আছি।’

সমস্যা সমাধানকারী আবদুল হান্নান মিয়া বলেন, ‘বৃদ্ধদের মধ্যে অনেকে ভোট দেওয়ার পদ্ধতি বুঝতে পারছেন না। তাঁদের উল্টাপাল্টা টিপের কারণে ইভিএমে সামান্য সমস্যা হয়েছিল, তবে সেটি সমাধান করা হয়েছে।’

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টাখানেক ওই বুথে ভোট গ্রহণ বন্ধ ছিল। তবে বেলা ১১টা থেকে আবার ভোট গ্রহণ স্বাভাবিক হয়েছে।’