বরিশালে জয়ী আওয়ামী লীগের ২১ কাউন্সিলরের ১৩ জনই সাদিক আবদুল্লাহপন্থী

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জয়ী আওয়ামী লীগের ২১ জন কাউন্সিলরের মধ্যে ১৩ জন মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী। বাকি আটজন গতকাল সোমবারের নির্বাচনে মেয়র পদে জয়ী আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের অনুসারী।

আরও পড়ুন

বেসরকারি ফলাফলে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ। এ ছাড়া নগরের ৩০টি ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের বেসরকারি ফলাফলও ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীদের মধ্যে ২১ জন আওয়ামী লীগের, বিএনপিপন্থী ছয়জন, জামায়াতের একজন এবং বাকি দুজন স্বতন্ত্র। নারী কাউন্সিলর হিসেবে ১০টির আটটিতে আওয়ামী লীগপন্থী ও দুটিতে বিএনপিপন্থীরা জয় পেয়েছেন।

আওয়ামী লীগের ২১ কাউন্সিলর

সাদিক আবদুল্লাহপন্থীরা হলেন ২ নম্বর ওয়ার্ডের আরিফুর রহমান ওরফে মুন্না, ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আবিদুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের কেফায়েত হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের খান মো. জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম ওরফে খোকন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১১ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন ওরফে রয়েল, ১৪ নম্বর ওয়ার্ডের শাকিল হোসেন, ১৭ নম্বর ওয়ার্ডের গাজী আক্তারুজ্জমান, ১৯ নম্বর ওয়ার্ডের গাজী নাঈমুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের শেখ সাইয়েদ আহমেদ, ২৯ নম্বর ওয়ার্ডের ইমরান মোল্লা ও ৩০ নম্বর ওয়ার্ডের খাইরুল শাহীন।

আরও পড়ুন

আবুল খায়ের আবদুল্লাহপন্থীরা হলেন ২০ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান, ২২ নম্বর ওয়ার্ডের আনিছুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের এনামুল হক, ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবীর, ১০ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন, ১৬ নম্বর ওয়ার্ডের শাহিন সিকদার, ২৫ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ ও ১ নম্বর ওয়ার্ডের আউয়াল মোল্লা।

বাকি ৯ কাউন্সিলরের নাম

বিএনপিপন্থী কাউন্সিলররা হলেন ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ হাবিবুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ হুমায়ন কবীর, ১৮ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক, ২৪ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ, ২৮ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির ও ৮ নম্বর ওয়ার্ডে মো সেলিম হাওলাদার। ২৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের মনিরুজ্জামান তালুকদার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৩ নম্বর ওয়ার্ডে মো. মেহেদী পারভেজ খান ও ১৫ নম্বর ওয়ার্ডে সামজিদুল কবির স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন।

সংরক্ষিত নারী কাউন্সিলর  

সংরক্ষিত নারী আসনের ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ডালিয়া পারভিন, আলমতাজ বেগম, কোহিনুর বেগম, আয়শা তৌহিদ, ইসরাত জাহান, মজিদা বোরহান, সালমা আক্তার, রেশমী বেগম, সেলিনা বেগম ও রাশিদা পারভীন।

কাউন্সিলর হিসেবে জয়ীদের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।

বরিশার সিটিতে এবার নগরের ২ লাখ ৭৬ হাজার ২৯৭ ভোটারের মধ্যে ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে মোট ১ লাখ ৪২ হাজার ১৭৭ জন ভোট দিয়েছেন। যেখানে অবৈধ বা বাতিলকৃত ভোটের সংখ্যা ৪২১টি। সেই হিসেবে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৫৬টি। আর এ হিসেবে ভোট প্রদানের শতকরা হার ৫১ দশমিক ৪৬ শতাংশ। এবারই প্রথম সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সিটি নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।