দলের কথা অমান্য করে কুমিল্লায় মন্ত্রী-এমপির চার স্বজন প্রার্থী
দলীয় নির্দেশনা অমান্য করে কুমিল্লায় উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ও সাবেক তিন মন্ত্রীর পরিবারের সদস্যরা নির্বাচনের মাঠে রয়েছেন। প্রথম ও দ্বিতীয় ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন এবং ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী হয়েছেন।
এর মধ্যে কুমিল্লার বরুড়া উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া (কামাল) চেয়ারম্যান পদে, লাকসাম উপজেলায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলী ভাইস চেয়ারম্যান পদে, মনোহরগঞ্জ উপজেলায় তাঁর (তাজুল ইসলাম) ভাইয়ের ছেলে আমিরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলায় সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
আগামী ৮ মে প্রথম ধাপে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হবে। লাকসাম উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী এবারসহ তিনবার প্রার্থী হলেন। তিনি ২০১৪ সালে ভোটে ও ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী রাসেল আহমেদ নামের একজন প্রার্থী।
মহব্বত আলী বলেন, ‘লাকসামে একসময় অন্য ধারার রাজনীতি ছিল। ১৯৯৬ সাল থেকে আমরা এখানে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করেছি। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে রাজনীতি করছি। তাঁদের অনুরোধে প্রার্থী হয়েছি।’
মনোহরগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম। তিনি ২০১৯ সালে বিনা ভোটে ভাইস চেয়ারম্যান হন। এবারও তিনি একই পদে প্রার্থী। তিনি ছাড়া আরও দুজন প্রার্থী রয়েছেন।
এদিকে আগামী ২১ মে দ্বিতীয় ধাপে কুমিল্লার বরুড়া ও সদর দক্ষিণ উপজেলায় ভোট হবে। গত রোববার বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া। এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন (লিংকন), কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ সোহেল সামাদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বাহাদুরুজ্জামান। হামিদ লতিফ ভূঁইয়ার কোনো দলীয় পদ নেই। নির্বাচনের আগে তিনি রমজানের শুভেচ্ছা জানিয়ে এলাকায় পোস্টার সাঁটান। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদের ছবি যুক্ত করেন।
এ সম্পর্কে হামিদ লতিফ ভূঁইয়া বলেন, ‘আমি দলীয় কোনো পদে নেই। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার। এ নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। দুবার ভোটে ও একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই। গত শনিবার সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থী হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন। এতে গোলাম সারওয়ার দলের নেতা–কর্মীদের একক প্রার্থী ও সদর দক্ষিণে দলকে বিভাজন থেকে রক্ষার জন্য প্রার্থী হচ্ছেন বলে জানান। এখানে সারওয়ারের প্রতিদ্বন্দ্বী হলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টানা তিনবারের ভাইস চেয়ারম্যান আবদুল হাই (বাবলু)।
এ প্রসঙ্গে গোলাম সারওয়ার বলেন, ‘দলের জন্য বছরের পর বছর ধরে কাজ করছি। টানা ১৫ বছর চেয়ারম্যান। দলের সবাইকে নিয়ে আছি। এখন হঠাৎ করে মন্ত্রী–এমপি পরিবারের লোকজনকে প্রার্থী হতে বারণ করলে দলের মধ্যে অস্থিরতা ও বিভাজন তৈরি হবে। দলীয় নেতা–কর্মীদের চাপে প্রার্থী হয়েছি।’